গাজীপুরে রেললাইন কাটলো দুর্বৃত্তরা, ছিটকে পড়ল ৭ বগি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে দুর্বৃত্তরা রেললাইন কেটে রাখায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে একজন নিহত ও চালকসহ ৮-১০ জন আহত হয়েছেন।

বুধবার ভোরে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনের ভাওয়াল রেলস্টেশনের কাছে বনখড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, যাত্রীবাহী ওই ট্রেন নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। দুর্বৃত্তরা রাতে রেললাইনের একটি অংশ কেটে রাখায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে সাতটি বগি ছিটকে পড়ে।

এতে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি মুরগি ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্লিনিক ও হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাস্থলে একটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, নাশকতা সৃষ্টির জন্য দুর্বৃত্তরা রেললাইনের অংশ কেটে রেখেছিল। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে বিভাগ উদ্ধার কাজ শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button