গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মুফতি আমির হামজা
নিজস্ব প্রতিবেদক : আড়াই বছর পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুফতি আমির হামজা।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে তিনি মুক্তি পান।
কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, আমির হামজার জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে আলোচিত এই ইসলামী বক্তাকে ২০২১ সালের ২৪ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা গ্রেফতার করেন।
পরে তার বিরুদ্ধে ওয়াজ মাহফিলের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
উল্লেখ্য, মেধাবী আমির হামজা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোরআন-হাদিস বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন। তিনি জনপ্রিয় ইসলামী বক্তাদের মধ্যে অন্যতম।