গাজীপুর সদর এসিল্যান্ড অফিসের ‘ঘুষের ক্যাশিয়ার’ আলীমকে বদলি

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সদর উপজেলা ভূমি অফিসের বিতর্কিত সার্ভেয়ার আবদুল আলীমকে শরীয়তপুরে বদলি করা হয়েছে।
তাকে শিগগিরই রিলিজ দেওয়া হবে। তার বদলির খবরে ভুক্তভোগী মহলে স্বস্তি দেখা দিয়েছে।
এর আগে গত ৮ আগস্ট সাপ্তাহিক ঘটনার আড়ালে-তে ‘গাজীপুর সদর এসিল্যান্ড অফিসে ঘুষ বাণিজ্য রমরমা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ওই দিনই অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাসিনা আক্তারকে তদন্তের নির্দেশ দেন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমান সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ ছড়া যোগদানের পর জমির নামজারি বাবদ তার অফিসে ঘুষের রেট এক লাফে দ্বিগুণ বেড়ে যায়। ১৬০০ টাকা থেকে করা হয় ৩৫০০ টাকা।
সার্ভেয়ার আবদুল আলীম ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধিক উমেদারের মাধ্যমে বিভিন্ন তহশিল অফিসের কর্মচারী ও দালালদের কাছ থেকে ঘুষের টাকা বুঝে নেন।
এভাবে মাসে প্রায় এক হাজার নথি থেকে অন্তত ৩০ লাখ টাকার বাণিজ্য হয়। পরে তা পদ অনুযায়ী ভাগ-বাটোয়ারা হয়। যা ওপেন সিক্রেট।
এদিকে ঘটনার আড়ালে-তে প্রতিবেদন প্রকাশের পর এসিল্যান্ড অফিসে ডিসিআর বাণিজ্য বন্ধ হয়েছে। একই সঙ্গে ওই দিনই অফিসের ভেতরে সরকারি কর্মচারীর মত কাজ করা উমেদারদের বের করে দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিবেদনে উল্লেখিত ভুক্তভোগী মোফাজ্জল হোসেনকে ঘুষের ১০ হাজার টাকা ফেরত দিয়েছে মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিস। জেলা প্রশাসনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন জনসাধারণ।

আরও পড়ুন : গাজীপুর সদর এসিল্যান্ড অফিসে ঘুষ বাণিজ্য রমরমা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button