যুক্তরাষ্ট্রে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কেউ কোন কথা বলেনি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্রে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কেউ কোন কথা বলেনি। আমার মনে পড়ে না, এ ধরনের কোন কথা হয়নি।

তিনি বলেন, ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, এরপর এটা কেউ চায়? এই পদ্ধতি তো বিএনপি নষ্ট করে দিয়েছে।

শুক্রবার গণভবনে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের নানা দিক তুলে ধরার উদ্দেশে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তারা আন্দোলন করে যাচ্ছে, আমরা তো কোন বাধা দিচ্ছি না। তারা এতকাল চুরি-চামারি করে যত পয়সা বানিয়েছিল, সেগুলো এখন ব্যবহার হচ্ছে। যত আন্দোলন করবে, সাধারণ মানুষের পকেটে কিছু টাকা যাবে।

শেখ হাসিনা বলেন, আমি বলেছি কিছু বলার দরকার নাই, তারা আন্দোলন করতে থাকুক। তবে মানুষের যদি কোন ক্ষতি করতে চেষ্টা করে, তখন তো ছাড়ব না। কারণ আমাদের সঙ্গে তো জনগণ আছে, আমাদের কিছু করা লাগবে না। জনগণকে ডাক দিলে তারাই ঠান্ডা করে দেবে।

তিনি আরও বলেন, বিএনপি বলেছে আমি খালি হাতে আছি এই তো? আমি কোন উত্তর দিতে চাই না। আমি শুধু দেশবাসীকে বলতে চাই, তাদের মিথ্যা কথায় কেউ কান দেবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button