শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
শ্রীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার উজিলাব এলাকার ভাংনাহাটি রোডের কিতাব আলী বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় (৩৫) ভাংনাহাটি এলাকার নইমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে শিশুরা মক্তবে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটির নিচে লাশ দেখে ডাক-চিৎকার দেয়। পরে ক্ষেতে কাজ করা কৃষকরা দৌড়ে গিয়ে হৃদয়ের লাশ দেখতে পান।
শ্রীপুর থানার এসআই অমল চন্দ্র জানান, বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের যন্ত্রাংশ পড়েছিল। ওই যুবক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।