গাজীপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ‘বিদায় সংবর্ধনার’ নামে চাঁদাবাজি
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ উদ্দিনের বিদায় সংবর্ধনার নামে শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
আগামী ১১ জানুয়ারি ব্যয়বহুল সাহেব বাড়ি রিসোর্টে এ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ উদ্দিন শিগগিরই অবসরে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষক সমিতি ও একাধিক সহকারী শিক্ষা কর্মকর্তা অতি উৎসাহী হয়ে তার বিদায় সংবর্ধনা এবং শিক্ষকদের মিলনমেলার নামে অনুষ্ঠানের উদ্যোগ নেন।
ভেন্যু নির্ধারণ করা হয় রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের অদূরে সাহেব বাড়ি রিসোর্ট। বাধ্যতামূলক চাঁদা ধরা হয় প্রধান শিক্ষক ১০০০ টাকা ও সহকারী শিক্ষক ৭০০ টাকা। যাতায়াত নিজ খরচে। এতে সদর উপজেলা শিক্ষা অফিসের অধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণের জন্য মেসেঞ্জার গ্রুপে নোটিশ দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া ও একজন রাজনৈতিক নেতা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তাই বেশির ভাগ শিক্ষক ইচ্ছা না থাকা সত্ত্বেও হয়রানির ভয়ে চাঁদা দিচ্ছেন।
শিক্ষকরা বলছেন, ওই কর্মকর্তার বিদায় সংবর্ধনা শহরের যে কোন সরকারি প্রতিষ্ঠানের মিলনায়তন বা অডিটরিয়ামে করা যেত। খরচও কম হতো। মূলত বাণিজ্যের উদ্দেশে দূরের অভিজাত রিসোর্ট বেছে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফ উদ্দিন বলেন, আমাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। কোন শিক্ষকের কাছ থেকে বাধ্যতামূলক টাকা নেওয়া হয়েছে কি না, আমার জানা নেই।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া বলেন, ছুটির দিন হওয়ায় আমি অনুষ্ঠানে উপস্থিত থাকব বলে সম্মতি দিয়েছি। কিন্তু অনুষ্ঠানের নামে চাঁদাবাজির বিষয়টি আমার জানা নেই।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, কোন সরকারি কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়ার নামে এভাবে টাকা নেওয়ার সুযোগ নেই। এমন হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।